বিজয়ী হয়ে স্বতন্ত্রপ্রার্থী মহুলের মিষ্টি উৎসব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে ঝিনাইদহ-২ আসনে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী রেডিয়েন্ট ফার্মাসিটিউক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিজয়ী হয়ে আজ সোমবার ( ৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক ব্যতিক্রমী মিষ্টি উৎসব আয়োজন করেন তিনি।
ঝিনাইদহে এই প্রথম কোনো সংসদ সদস্য বিজয়ী হয়ে খোলামেলা পরিবেশে হাজার হাজার ভোটার ও তাদের পরিবারের সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার ঘটনা ঘটল। মিষ্টির প্যাকেট নিতে সদর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের আমন্ত্রণ জানানো হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি তাঁর ঈগল প্রতীকে ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী ৫ বছর সবার পাশে থেকে সেবা করার আশ্বাসও দেন তিনি। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ হাসি মুখে মিষ্টি গ্রহণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিণাকুণ্ড) আসনে ১১ প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈগল প্রতীকে এক লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন মহুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের তাহজীব আলম সিদ্দিকী পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২০৭ ভোট।