বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের জরুরি বৈঠক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/09/12_dliiy_jott.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরর্বতী বিএনপির সঙ্গে জরুরি বৈঠক করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ও ১২ দলীয় জোটের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনা হয়, তারা ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছেন। দেশের ৯৭ ভাগ মানুষ কেন্দ্রে ভোট দিতে যায়নি। এ ছাড়া সরকারের লোভ-লালসায় জোট ও আন্দোলন থেকে সরে যাননি, এজন্য ১২ দলীয় জোট নেতাদের ধন্যবাদ জানানো হয়। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকাবে। বিজয় সুনিশ্চিত হবে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং স্কাইপিতে কথা বলেন সালাউদ্দিন আহমেদ।
১২ দলীয় জোটের পক্ষে বক্তব্য দেন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।