সিরাজগঞ্জে নিখোঁজের চারদিন পর নৈশপ্রহরীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আর কে টেক্সটাইল মিলের ভিতর থেকে নৈশপ্রহরী ফেরদৌসের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নিখোঁজের চারদিন পর মাটিতে পুঁতে রাখা ফেরদৌস (১৭) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের আর কে টেক্সটাইল মিলের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদৌস শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, নিহত ফেরদৌস আর কে টেক্সটাইল মিলের নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। প্রতিদিনের মতো গত ৫ জানুয়ারি (শুক্রবার) ডিউটিতে যান ফেরদৌস। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালায়। পরে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ফেরদৌসকে হত্যা করে মরদেহ আর কে টেক্সটাইলের ভিতরে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।