বৃহৎ ব্যবধানে জিতেছি, বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে : মেনন

Looks like you've blocked notifications!
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এনটিভির ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একমাত্র নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অনুভূতি জানাতে গিয়ে দলটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশি-চলি, যাদের অর্থবিত্ত নেই, তাদের এ ধরনের নির্বাচনে বের হয়ে আসা কঠিন কাজ।’ তিনি আরও বলেছেন, ১৯৭৩ সাল থেকে এবারই বৃহৎ ব্যবধানে জিতে বিস্ময়কর লেগেছে।

আজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেনন।

এই সংসদ সদস্য বলেন, ‘আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবারই সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।’

রাজধানী ছেড়ে নিজ এলাকায় চলে যাওয়ার বিষয়ে ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে, মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। আর সেভাবেই তারা আমাকে দেখতে চায়।’

আওয়ামী লীগের সঙ্গে জোটের শরিক দল হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টি থেকে একমাত্র বিজয়ী হয়েছেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি সেখানে বিজয়ী হন। ভোট পেয়েছেন এক লাখ ২২ হাজার ১৭৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এ কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।