আলোচিত আদম তমিজী হকের জামিন নাকচ

Looks like you've blocked notifications!
আদম তমিজী হক। ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে জামিন দেননি আদালত। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন। 

এদিন আদম তমিজী হকের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন শুনানিতে বলেন, আদম তমিজী হক মানসিক রোগী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। মানসিক অবস্থা খারাপ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাকে সেখানেই চিকিৎসাধীন রাখা হয়। পরে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

শুনানির এক সময় আদালত জানতে চান, তাকে কি চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়? আইনজীবী জানান, চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তখন আদালত জানতে চান, কোর্টে না এসে তিনি কিভাবে সেখানে ছিলেন? আইনজীবী জানান, তাকে আদালতে আনা সম্ভব ছিল না। সে সময় আদালত বলেন, বাংলাদেশের একটা সংবিধান আছে। তাহলে, সংবিধান ছিঁড়ে ফেলেন। গ্রেপ্তার হওয়ার পর ১৫-২০ দিনের মধ্যেও আসামিকে আদালতে হাজির করা হয়নি। এতদিন সেখানে কীভাবে থাকেন? দেশে কি আইন-আদালত নেই? 

গত ৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ডিবির পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম আসামি তমিজীকে আদালতে হাজির করেন। তাকে রিহ্যাব সেন্টার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতের কাছে এই ব্যবসায়ীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান এবং আবেদনের প্রেক্ষিতে বিচারক ১০  জানুয়ারি, অর্থাৎ আজ এ মামলায় জামিন শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে তার জামিন নাকচ করে দেন আদালত।