নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপিনেতা আমান

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। ফাইল ছবি

কেরাণীগঞ্জ মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম এই আদেশ দেন। আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। 

সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘এ মামলায় তিনি (আমান) আগে জামিন পেয়েছিলেন। কিন্তু কারাগারে থাকা অবস্থায় তার জামিন বাতিল হয়। আজ আমরা আবারও তার জামিনের আবেদন করি। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দুই শতাধিকের বেশি মামলা রয়েছে। একটি বাদে সব কয়টি মামলায় তিনি জামিন রয়েছেন। এই মামলায় জামিন হলে আশা করি তিনি কারা মুক্তি পাবেন।’

এদিকে, দুর্নীতির একটি মামলায় আমান ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। সে মামলায় আগামী ১৪ জানুয়ারি আপিল বিভাগে জামিন শুনানির জন্য রয়েছে।

২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আমানউল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এ আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।