সংসদে নিপীড়িতদের পক্ষে কথা বলব : ব্যারিস্টার সুমন

Looks like you've blocked notifications!
নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, দুর্নীতির প্রতিবাদ করবও সংসদে নিপীড়িতদের পক্ষে কথা বলব। আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন।’

সংসদ সদস্য সুমন বলেন, ‘একটি বা দুটি নয়, বাংলাদেশে কেউ কাজ করতে চায় না। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে বিবেচনা করেন, তাহলে আমি অনেক কাজ করতে পারব।’ তিনি বলেন, ‘মাত্র পাঁচ বছর সংসদ সদস্য। আমি যদি খারাপ পারফর্ম করি, মানুষ আমাকে বের করে দেবে। পাঁচ বছরের জন্য জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে।’