মন্ত্রিসভায় নতুন মুখ যারা

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদের ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এ তালিকায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে নতুনমুখ আছেন বেশ কয়েকজন। আবার নতুনদের অনেকে সাবেক মন্ত্রী। ডাক পাওয়াদের তালিকায় সংসদ সদস্য নন, এমন দুজন হতে চলেছেন টেকনোক্র্যাট মন্ত্রী।

একাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় ছিলেন না, এমন যারা এবার ডাক পেয়েছেন তাদের মধ্যে আছেন কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, নারায়ণ চন্দ্র চন্দ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, সামন্ত লাল সেন। এই ১৩জন ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে। এদের মধ্যে টেকনোক্র্যাট মন্ত্রী হতে চলেছেন স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।

আর প্রতিমন্ত্রী হিসেবে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় ছিলেন না, এমন যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে আছেন সিমিন হোসেন রিমি, মো. মহিবুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, কুজেন্দ্র লাল ত্রিপুরা,বেগম রুমানা আলী, মো. শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।