মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে বঙ্গভবনের বাইরে ভিড়
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তারা। এরই মধ্যে তালিকায় স্থান পাওয়া মন্ত্রীদের নিয়ে গেজেটও হয়েছে। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে বঙ্গভবন এলাকায় ভিড় করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা সাবিহা পারভিন বলেন, ‘আমাদের চট্টগ্রাম থেকে এবারও হাছান মাহমুদ ও নওফেল মন্ত্রী হয়েছেন। তারা আমাদের আইডল। আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের নেতাকে পাস করিয়েছি, প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। এ কারণে তাদের শুভেচ্ছা জানাতে এসেছি।’
মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা মালা বলেন, ‘ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা সাবের হোসেন চৌধুরী। আমরা মুখিয়ে আছি তিনি নতুনভাবে নগরের সেবার সঙ্গে সঙ্গে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আমরা এসেছি।’
নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি বৃহস্পতিবার এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পরে আজ সন্ধ্যায় শপথ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।