দেশ ও জনগণের জন্য কাজ করার সুযোগ হলো : বস্ত্র ও পাটমন্ত্রী

Looks like you've blocked notifications!
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দেশের জন্য ও জনগণের জন্য কাজ করার সুযোগ হলো। আস্থার মর্যাদা দেবো।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে দেশের জন্য ও জনগণের জন্য কাজ করার সুযোগ হলো। আমার প্রতি আস্থার মর্যাদা দেবো কাজের মাধ্যমে।’

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন জাহাঙ্গীর কবির নানক। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ প্রথমবার সচিবালয়ে এলে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।