পণ্যের দাম নিয়ন্ত্রণে সমন্বয় করে কাজ করা হবে : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। রাতারাতি দেশের সব সংকট দূর হবে না। তবে কাজের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি হবে না।
আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে নিজ দপ্তরে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘অর্থপাচার রোধে আমরা জোরালো পদক্ষেপ নেব। আমাদের টাকার মান কমে গেছে, সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে।’
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন আবুল হাসান মাহমুদ আলী। তাকে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ প্রথমবার সচিবালয়ে এলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।