নতুন বছরে করোনায় দ্বিতীয় মৃত্যু, শনাক্ত ৫ শতাংশ

Looks like you've blocked notifications!
করোনার নমুনা সংগ্রহের ফাইল ছবি এনটিভির

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ১১ জানুয়ারি প্রথম মৃত্যু হয়। এছাড়া নতুন করে ২১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। 

আজ রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে নতুন করোনা আক্রান্তসহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনে। এছাড়া নতুন একজনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৮ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।