ভারতীয় নাগরিক গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। এনটিভির ফাইল ছবি

সাজার মেয়াদ শেষের পরও মৌলভীবাজার কারাগারে থাকা ভারতীয় নাগরিক গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন।

সেইসঙ্গে সারা দেশের কারাগারগুলোতে সাজার মেয়াদ শেষের পরও থাকা বিদেশি বন্দীদের তালিকা দাখিল করতে আইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ২ জানুয়ারি গোবিন্দ উড়িয়াকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতে ফেরত দিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী বিভূতি তরফদার। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সমস্ত বিদেশি নাগরিকদের আইনি সহায়তা দিতে সেল গঠনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়।

লিগ্যাল নোটিশে বিবাদী করা হয় স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স ও মৌলভীবাজার জেলা প্রশাসককে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় লিগ্যাল নোটিশে। এরপরই গোবিন্দ উড়িয়াকে দ্রুত মুক্তির নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত ২৮ ডিসেম্বর গোবিন্দ উড়িয়াকে নিয়ে সংবাদ প্রচার করে একটি সংবাদ মাধ্যম। পরে বিষয়টি আদালতের নজরে আনার পর আদালত এ আদেশ দেন।