ফরিদপুরে ঘন কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা
ফরিদপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট সবকিছু। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা হালকা কমলেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতাও কমছে না। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় একটু স্বস্তি পেতে আগুন পোহাচ্ছেন অনেকেই।
তাপমাত্রা খুব বেশি নিচে না নামলেও আবহাওয়াবিদদের মতে, ঘন কুয়াশা ও উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে ফরিদপুরে শীতের প্রকোপ বেড়েছে। এদিকে এ শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে ফরিদপুর আবহাওয়া অফিস।
ফরিদপুর আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক জাহানারা খাতুন জানান, আজ সকাল ৯টায় ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। তবে আজ তাপমাত্রা এর নিচে নামবে না।