সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন

ম্যাজিস্ট্রেটদের দেওয়া কারাদণ্ডের তথ্য চেয়েছে ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের সময় ম্যাজিস্ট্রেটরা কাউকে কারাদণ্ড দিলে সে সংক্রান্ত তথ্য দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল শাখার উপসচিব খোরশেদ আলম এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। 

এ বিষয়ে সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সকল রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলেছে ইসি। 

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর বিধি ১৮ (১) এর আওতায় কোনো প্রার্থী, ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়ে থাকলে, তার তথ্য ১৭ জানুয়ারির মধ্যে জনবল ব্যবস্থাপনা-১ শাখার ইন্টারনাল সাইটে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।