বেসরকারি হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
চাঁদপুরের শাহরাস্তিতে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় এক লাখ টাকা জরিমানা এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন, শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ভুঁইয়া, এসআই নুরুল আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স। 

উপজেলা সহকারী কমিশনার বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন বলেন, স্বাস্থ্য নীতিমালা উপেক্ষা, অযোগ্যতা, অদক্ষতা দিয়ে কোনো হাসপাতাল চলতে পারে না। সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। এরই আওতায় মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি সিলগালা ও কর্তৃপক্ষকে এক লাখ টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের মেয়াদ ছিল।  নতুন করে এখনও নবায়নের জন্য আবেদন করা হয়নি।

জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।