১১ দিন পর সূর্যের মুখ দেখল দিনাজপুরবাসী, তাপমাত্রা ৮ ডিগ্রি 

Looks like you've blocked notifications!
দীর্ঘ ১১ দিন পর আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরে দেখা গেছে সূর্যের মুখ। ছবি : এনটিভি

দিনাজপুরে আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এ বছরে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছিল। তবে সুখবর হলো দীর্ঘ ১১ দিন পর আজ সকাল ৯টার দিকে সূর্যের মুখ দেখা গেছে।  

ঘন কুয়াশা কনকনে শীতে দিনাজপুর জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন মহাবিপাকে। গরম কাপড়ের অভাবে তারা কাজে যেতে পারছেন না।  দিনের বেলাতেও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশায় আলু ও ধানের বীজতলা হলুদ হয়ে নষ্ট হওয়ার উপক্রম  হয়েছে।  

এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগের সমস্যা নিয়ে আসছেন রোগীরা।  শিশু ও বয়স্ক মানুষ নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।   

এদিকে চলতে থাকা এই শৈত্য প্রবাহ আরও দু’একদিন থাকতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।