খাগড়াছড়িতে ইয়াবাসহ গ্রেপ্তার ৫
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হচ্ছেন রামগড় পৌরসভার ফেনীরকুলের সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), দারোগাপাড়ার ইলিয়াছ (৩৫), মহামুনির নুর নবী (৩৫), একই এলাকার সাইফুল ইসলাম (৩২) ও ফটিকছড়ির ভুজপুরের মুসলিমপাড়ার ইউনুছ (২৭)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রামগড় থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় রামগড়-বারৈয়ারহাট সড়কে তল্লাশি চালায়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ৫৬২টি ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইনলাম বলেন, ‘গ্রেপ্তাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ অনেকদিন থেকে তাদের ওপর নজরদারি করছিল। বুধবার ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’