নাশকতার মামলায় শুনানির জন্য আদালতে আমীর খসরু

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানি দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে গ্রেপ্তার ও জামিন শুনানি উপলক্ষে ইতোমধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আদালতে হাজির করা হয়েছে। দুপুর দেড়টায় তাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

গত বছরের ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।