সাভার-ধামরাইয়ে ইটভাটার লাইসেন্স দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ফাইল ছবি

সাভার ও ধামরাই এলাকায় ঘুষের বিনিময়ে ইট ভাটার লাইসেন্স দেওয়ার অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, ‘ঢাকার নদীগুলো দূষিত, বাতাস দূষিত ও ঢাকা খুব বাজে অবস্থায় আছে। ঢাকার পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত।’

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদের করা রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। ঢাকা ও আশপাশের জেলার বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে রুল শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।

আদালত বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে পরিবেশকে রক্ষা করে। দেশে অটিজম কী পরিমাণ বাড়ছে, সরকার কি তার হিসাব রাখে?’ এক্ষেত্রে পরিবেশ দূষণের প্রভাব রয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে আদেশ বাস্তবায়ন না করা প্রসঙ্গে হাইকোর্ট বলেন, ‘আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রতবোধ করি যে, কতবার এসব নিয়ে ডিরেকশন দেব?’