নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজনকে কুপিয়ে জখম

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে নৌকার সমর্থন করায় ইসমাইল দেওয়ানসহ তাঁর দুই ভাগনেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থক তার্জিয়ান, শাকিল ও শাহ আলমের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাজের পর সদর উপজেলার চর মুক্তারপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন চর মুক্তারপুর দেওয়ান বাড়ির ইসমাইল দেওয়ান (৪০), তাঁর দুই ভাগনে রনি মোল্লা (২৮) ও সবুজ (৩০)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। তবে পলাতক রয়েছেন অভিযুক্তরা। 

আহত রনি মোল্লা বলেন, ‘নির্বাচনে আমার মামা নৌকার পক্ষে নির্বাচন করেছেন। শাহ আলম, তার্জিয়ান, শাকিল ও রনি স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে নির্বাচন করেন। নির্বাচনের জের ধরে আজকে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আমার মামা ইসমাইল দেওয়ানের উপর অতর্কিতভাবে হামলা চালাযন শাহ আলম, তার্জিয়ান, শাকিল ও রনিসহ বেশ করেক জন। আমি ও আরেক খালাতো ভাই তাঁদের বাধা দিতে গেলে আমাদেরও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।