ড. হাসান মাহমুদের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আজ শনিবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন তারা। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন ও দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলন ও বৈঠকে যোগ দিচ্ছেন।

এদিকে, ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্য দিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিন তিনি তার বক্তব্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি বিশ্বের সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও শান্তির সংস্কৃতিকে সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছেন।

ন্যামের নতুন চেয়ারম্যান উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি গতকাল শুক্রবার এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। দুদিনের আলোচনা শেষে ‘কাম্পালা ঘোষণা’ ও ফিলিস্তিনের বিষয়ে একটি ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।