ড. মোশাররফের চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হবে কাল

Looks like you've blocked notifications!
ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হবে। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) রাতে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানান তার ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মারুফ আজ শনিবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘রোববার রাত ১১টা ৫৫ মিটিনে একটি ফ্লাইটে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নিয়ে যাব। আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাইছি। স্টোকের কারণে বাবার শারীরিক বিভিন্ন সমস্যা আছে।’ 

গত বছরের ১৭ জুন বিএনপির দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। রাতে হঠাৎ বেশি খারাপ অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু, পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।