নাশকতার মামলায় বিএনপির ৭৭ জনের বিরুদ্ধে রায় ১৩ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!
ঢাকা সিএমএম আদালত। ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এই রায়ের তারিখ ঘোষণা করেন। এদিন আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক আগামী ১৩ ফেব্রুয়ারি তারিখ ঠিক করেন। আদালতের বেঞ্চ সহকারি গৌতম চন্দ্র এসব তথ্য এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। গৌতম চন্দ্র জানান, মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন– যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী প্রমুখ।

নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির তারিখ ধার্য ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২টা ২০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকায় লাঠিসোঁটাসহ মিছিল করে এবং আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ এ সময় তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাঙচুর করে তারা। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআইন) মোফাখখারুল ইসলাম মামলাটি করেন। পরে ২০১৮ সালের ২০ নভেম্বর শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম মিয়া সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।