দুর্ঘটনা থেকে আমরা দেশটা নিরাপদ করতে চাই : নৌ-প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ রোববার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি : নৌপরিবহণ মন্ত্রণালয়

মানিকগঞ্জে ফেরি দুর্ঘটনা নিয়ে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্ঘটনা দুর্ঘটনাই। প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা হচ্ছে। দুর্ঘটনা থেকে আমরা এ দেশটা পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌপথ নয়, সড়ক পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই। নৌপথে দুর্ঘটনা অনেক কমে এসেছে। গত ৫ বছরের প্রত্যেকটি ঘটনা তদন্ত করেছি এবং তদন্ত কমিটির প্রত্যেকটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।

আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট হলো মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর। এছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে, এগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী ৫ বছরের মধ্যে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প আছে, আমরা শেষ করতে চাই।

বিএনপির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে এলে তাদের সাথে দেশবিরোধীরা থাকত। সে কারণে নির্বাচন একটি উত্তেজনাপূর্ণ ও ভয়াবহতা পেতো। সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। তারা সরকারের সাথে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেছেন।

এর আগে দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বিভিন্ন বন্দর ও দপ্তরের প্রতিনিধিরা শ্রদ্ধা জানায়।

এসময় নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।