নীলফামারীতে তিন ইটভাটাকে জরিমানা

Looks like you've blocked notifications!
নীলফামারীতে আজ রোববার ইটভাটায় অভিযান চালানো হয়। ছবি : এনটিভি

নীলফামারীতে অভিযান চালিয়ে তিন ইটভাটাকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে নীলফামারী পরিবেশ অধিদপ্তর ও সৈয়দপুর উপজেলা প্রশাসন। আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন। 

ইট ভাটাগুলো হলো—সৈয়দপুর উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত মোছা. নারজুমেরা খাতুনের মালিকানাধীন মেসার্স এ বি এল ব্রিকস, কুজিপুকুর মৌজায় অবস্থিত মো. আব্দুর রাজ্জাক রাজুর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ও মো. জাহিদ সরকারের মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস। 

সৈয়দপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুসারে তিন ইটভাটাকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অনুমোদন ছাড়া মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করতে সতর্ক করা হয়। ইটভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। ইটভাটায় মাটি সংগ্রহ না করার জন্য সতর্ক করা হয়।