হাজারীবাগে বাসা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসা থেকে তানিয়া বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল রোববার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নিখিলেশ রায় পলাশ।
জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে খবর পায় হাজারীবাগ থানার পুলিশ। পরে তারা গিয়ে সেই বাসার দরজা ভেঙে বাথরুম থেকে তানিয়া বেগমের মরদেহ উদ্ধার করে। হাজারীবাগের ১৭/এ মিতালী রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে।
এসআই নিখিলেশ রায় বলেন, ‘তানিয়া বেগমের ছোট ভাই আমাদের খবর দেন। তার বোন যে বাসায় থাকেন সেটির দরজা তারা বন্ধ পাচ্ছেন, খুলছিল না। পুলিশ গিয়ে দরজা ভাঙে। বাথরুম থেকে তানিয়া বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়।’
নিখিলেশ রায় আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তানিয়া বেগম সেই বাসায় একাই থাকতেন। তৌসিফ আহমেদ ও তানিয়া দম্পতির কোনো সন্তান ছিল না। তানিয়ার বাবার নাম তোফাজ্জল হোসেন। গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি কিছুদিন থেকে বাবা-মায়ের সঙ্গে ছিলেন। তবে কীভাবে এমন মৃত্যু হলো তা এখনও জানা যায়নি।’