জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

Looks like you've blocked notifications!
জামালপুরের মেলান্দহে আজ সোমবার দুপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যুর পর ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়। ছবি : এনটিভি

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থী অপরজন গার্মেন্টসকর্মী। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার রুখনাই বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পরে শাকিল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী ও মজিবুর (২০) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তারা দুজন রেললাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলফোনে গেমস খেলছিল। নিহতদের মধ্যে শাকিল মেলান্দহ উপজেলার পূর্ব রুখনাইপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সে ইসলামপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। অপরজন মজিবুর রহমান পেশায় একজন গার্মেন্টসকর্মী। সে একই এলাকার শহিদ মিয়ার ছেলে। গাজীপুর জেলার একটি পোশাক কারখানায় কাজ করত মজিবুর রহমান। প্রায় এক মাস ধরে সে বাড়িতে অবস্থান করছিল।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কারও অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।