দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর, স্কুল বন্ধের ঘোষণা

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলা স্কুল। ছবি : এনটিভি

জানুয়ারি মাসের শুরু থেকে দিনাজপুরে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা বাড়ছে দিন দিন। এই মৌসুমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয়বারের মতো রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস।

১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড করা হলেই সেই জেলায় সরকারিভাবে স্কুল বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু দিনাজপুর জেলা শিক্ষা অফিসার স্কুল বন্ধের ঘোষণা না দিয়ে তীব্র শীতের মধ্যেও স্কুল খোলার নির্দেশনা অব্যাহত রাখেন।

প্রচণ্ড শীতের মধ্যেও দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর গার্লস স্কুল, দিনাজপুর বাংলা স্কুল, চেহেল গাজী স্কুল সহ সব মাধ্যমিক স্কুলগুলো

যথারীতি খোলা থাকে। এতে করে অভিভাবকরা তাদের সন্তান নিয়ে প্রচণ্ড শীতের মধ্যেও স্কুলে আসেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান জানান, এই মাসের মধ্যে তাপমাত্রা আরও নিচে নামতে পারে এবং শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এ মাসে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আকাশ মেঘলা থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের মুখে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, ২৩ ও ২৪ জানুয়ারি স্কুল বন্ধের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এর আগে সাংবাদিকদের রফিকুল ইসলাম বলেন, পেন্ডামিক ও করোনার কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হয়েছে। সে কারণেই স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।

মোবাইলফোনে সাংবাদিকদের রফিকুল ইসলাম আরও বলেন, আপনারা  (সাংবাদিক)  স্কুল বন্ধ করে দেন। দার্জিলিংয়ের খুব কাছে অবস্থান হওয়ায় দিনাজপুর জেলায় প্রতিবছরই শীতের তীব্রতা অনেক বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার অনেক বেশি শীত জেঁকে বসেছে বলে জেলাবাসী মনে করছেন।

প্রচণ্ড শীতে ঘন কুয়াশার ঝিরঝির বৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে আছেন। অনেকেই কাজ না পেয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন।