জনগণ ও বিরোধী জোটের বিজয় অনিবার্য : নজরুল ইসলাম

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির লড়াই জনগণের পক্ষের লড়াই। এ লড়াই আরও সুসংগঠিত করা হবে, অব্যাহত রাখা হবে। এতে জনগণ ও বিরোধী জোটের বিজয় অনিবার্য।’ 

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘একতরফা নির্বাচনে গণতন্ত্র নির্বাসনে’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম। গণতান্ত্রিক বাম ঐক্য এ সভার আয়োজন করে। এতে সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন ধারণা সৃষ্টি হয়েছে এই নির্বাচনে, ডামি প্রার্থী। যদিও নির্বাচন কমিশনও ডামি। অনেক সরকারি প্রতিষ্ঠানও সেরকম আচরণ করছে।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করার পরও সিইসি ঘুমিয়েছেন। কারণ সবইতো নির্ধারণ করা ছিল। এই ডামি নির্বাচনের সরকার, জনগণের সরকার না। গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে রসিকতার অধিকার জনগণ কাউকে দেয়নি। সরকারই ঠিক করছে, কে বিরোধীদল হবে।’

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া খুব অসুস্থ হলেও বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ পাচ্ছেন না। দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা কারাগারে। ২৮ অক্টোবরের পর থেকে ২৫ হাজার গ্রেপ্তার, দেড় হাজারের বেশি নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। রাত ১০টা পর্যন্ত আদালত চলে। এভাবে গণতান্ত্রিক আন্দোলন দমনের স্বপ্ন দেখছে সরকার। এতে কিছু কোনো কাজে আসবে না। প্রতিপক্ষকে গ্রেপ্তার করে রেখে, অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না। সব স্বৈরাচারের একই স্বভাব, তারা ইতিহাস ভুলে যায়।’