বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান, জরিমানা
অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসক। আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই অভিযান শুরু হয়। এক ঘণ্টার অভিযানে তিনটি অটোরাইসমিলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চালের বেধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, ওজন ঠিক দিচ্ছে কিনা, বেধে দেওয়া দাম ঠিক আছে কিনা এসব খতিয়ে দেখা হয়।
এসময় চালের বস্তায় ওজনে কম পাওয়ায় গোল্ডেন রাইস মিলকে ৫০ হাজার ও দেশ এগ্রো লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আভিযানিক দল রশিদ এগ্রো লিমিটেডে গিয়ে সবকিছু তদারকি করেন।
অভিযান শেষে জেলা প্রশাসক এহেতাশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে। এই অভিযান অব্যাহত থাকবে। অস্বাভাবিক দাম বাড়ানো হলে বা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রণ করা হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত মিনিকেট চাল খুচরা বাজারে ৬৪ টাকা কেজি ও আঠাশ (মোটা চাল) ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে খতিয়ে দেখে পরবর্তিতে আবারও দাম নির্ধারণ করা হবে।
অভিযানে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার এইস এম আব্দুর রকীবসহ ফুড অফিস, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং দল, কৃষি বিপণন কর্মকর্তা ও র্যাব-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।