আরও দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

রাজধানীর পল্টন ও রমনা থানার নাশকতার দুই মামলায় আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত রোববার বিকেলে পল্টন ও রমনা থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপিনেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেন এই আদালত। ওইদিন আমীর খসরুর আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে বলেন, ‘নাশকতার চার মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে পল্টন ও রমনা থানার পৃথক দুই মামলার জামিন দেন আদালত। তবে বাকি দুই মামলায় ২৪ জানুয়ারি অধিকতর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।’

এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে বিএনপিনেতা আমীর খসরুকে নাশকতার আট মামলায় গ্রেপ্তার দেখাতে এবং এসব মামলায় জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবীরা। সেদিন দুপর সোয়া ২টার পরে এসব মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলা ৬০(১০)২৩, পল্টন থানার নাশকতার মামলা ০৭(১১)২৩, রমনা থানার নাশকতার মামলা ২৪(১০)২৩ ও রমনা থানার নাশকতার মামলায় ২৫(১০)২৩ বিচারক জামিন মঞ্জুর করেন। এরপরে অন্য চারটি মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে থাকার কারণে বিচারক নথিপ্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য ২১ জানুয়ারি দিন নির্ধারণ করেন।

এরপর ২১ জানুয়ারি শুনানি শেষে আদালত পল্টন ও রমনা থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেন। তবে বাকি দুই মামলায় ২৪ জানুয়ারি (বুধবার) অধিকতর শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত। আজ বুধবার এই দুই মামলায় জামিন পেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কারামুক্তিতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।