খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফের একজন কর্মী। ছবি : এনটিভি

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সীমান্তে মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার একটি বাড়িতে প্রতিপক্ষের এলোপাথারি গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত  ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচরের সীমান্তবর্তী এলাকা দূরছড়িতে এ ঘটনা ঘটে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দূরছড়ি গ্রামে ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) অবস্থান করছিলেন।  এ সময় অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা যায়। এছাড়া রহিন্তু চাকমা ওরফে টিপন  এখনো নিখোঁজ রয়েছেন।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক নামের সংগঠনটি। দলটির পক্ষ থেকে এ ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে নিন্দাও জানানো হয়েছে।

এদিকে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল অতি দুর্গম। তাছাড়া এটি মহালছড়ি থানার অধীনে কিনা সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।’