কেরানীগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

Looks like you've blocked notifications!
কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় আজ বুধবার প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ছবি : এনটিভি

কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রেজওয়ানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার জাকির হোসেন।

অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে কেরানীগঞ্জের প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৩০০ অটিস্টিক শিশুদের মাঝে শীতবস্ত্র ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের অংশ। তাদের সার্বিক উন্নয়নে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা জেলা পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান বলেন, কেরানীগঞ্জের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের কল্যাণে কাজ করবে পুলিশ নারী কল্যাণ সমিতি।