মজুতদারি না হলে চাল আমদানি করতে হবে না : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। ছবি : এনটিভি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না।

মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার, বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে। আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে।

বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোনো সংকট হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না। চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন।

সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বৃহত্তর সিলেটে প্রচুর জমি পতিত পড়ে থাকে। এগুলোকে চাষের আওতায় আনতে একটি মাস্টারপ্ল্যান করা দরকার।