নোয়াখালীতে ৪২০ মন জাটকাসহ আটক ১৬

Looks like you've blocked notifications!
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দ জাটকা। ছবি : কোস্টগার্ড

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ হাজার ৮০০ কেজি জাটকাসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

খন্দকার মুনিফ বলেন, আজ ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক সেকশন কমান্ডার এম রফিকুল ইসলামের নেতৃত্বে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশি করে আনুমানিক ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহনকারীকে আটক করা হয়।

খন্দকার মুনিফ তকি আরও জানান, পরে জব্দকৃত জাটকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।