মুনাফার লোভে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্য প্রতিমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/27/banijjo.jpg)
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। কিন্তু, কেউ অন্যায়ভাবে অতি মুনাফার লোভে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দেশি-বিদেশি চক্রান্ত চলমান রয়েছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে আজ শনিবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, করোনা মহাসংকটের পর ইউক্রেন-রাশিয়া এবং ইজরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে পণ্য পরিবহণে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। সরকার সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালে রাখার চেষ্টা করছে।’
আসন্ন রমজান মাসে চিনি-তেল এবং খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পবিত্র এই মাসে বিশ্বের মুসলিম দেশগুলো পণ্যের দাম কমিয়ে দেয়, আর আমরা বাড়িয়ে দিই। এই প্রবণতা থেকে বের হয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি।
আহসানুল ইসলাম টিটু বলেন, চক্রান্ত এখনও শেষ হয়নি। দেশি-বিদেশি চক্রান্ত চলমান রয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এলাকা এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন চরকাটারি এলাকাসমূহ যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে যমুনা নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।