বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে : কামরুল ইসলাম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরেকটি নির্বাচনের জন্য। ততদিন আপনাদের মনোবল থাকবে কি না, জানি না। কিন্তু, নতুন উদ্দীপনা নিয়ে অগ্রসর হন। আগুন সন্ত্রাস করলে আইন তার নিজস্ব গতিতে চলবে, আপনাদের সমুচিত জবাব দেবে। আমরা যেভাবে মাঠে ছিলাম তেমনিভাবে মাঠে থাকব।

আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে দেওয়া বক্তব্যে কামরুল এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বিএনপি নির্বাচনে না এসে, বন্ধ করার চেষ্টা করে, মানুষ পুড়িয়ে মেরে যে অপরাধ করেছে, সে অপরাধের বোধ তাদের হবে। তারা তাদের ভুল স্বীকার করে রাজনীতি থেকে বিদায় নেবে, না হয় জনগণের কাছে ভুল স্বীকার করে আবার রাজনীতিতে আসবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সবাই শেখ হাসিনার সঙ্গে আছি। এই সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ থাকবে রাজনীতিতে থেকে তাদের বিতাড়িত না করার পর্যন্ত আমরা ঘরে ফিরব না, মাঠে থাকব।