শীতে কাঁপছে পঞ্চগড়বাসী, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Looks like you've blocked notifications!
দেশে বিভিন্ন অঞ্চলে শীতে বিপর্যস্ত জনজীবন। স্টার মেইলের ফাইল ছবি

মাঘের প্রচণ্ড শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ। গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন ভোর থেকে ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কুয়াশা কমছে, কিন্তু শীতল বাতাসে শরীরে হুল ফুটাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। যানবাহন চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজনে কিছু লোক চলাফেরা করছে। সকালে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্তকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘আজ সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রার পারদ নিচে নেমে এসেছে।’