মেহেরপুরে ধাতব মূর্তিসহ আটক ২

Looks like you've blocked notifications!
প্রাচীন ধাতব মূর্তি। ছবি : এনটিভি

প্রত্নতাত্ত্বিক নিদর্শন সন্দেহে প্রাচীন ধাতব মূর্তিসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।   

আটকরা হলেন মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের আন্তন মন্ডল ও বাবুপুর গ্রামের নজরুল ইসলাম। পরে থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করে এবং মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ সময় ধাতব মূর্তিগুলো জব্দ করা হয়।   

পুলিশ জানায়, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযানকালে মাদক পাচারকারী সন্দেহে তাদের পথ রোধ করে। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেবতার বিভিন্ন মূর্তি, ঘোড়ার মূর্তি, শিশু মূর্তি, হাড়ি ও নকশা খচিত বাক্স। সবগুলোই পিতল জাতীয় বস্তু বলে ধারণা করেছে পুলিশ। পরে আন্তন মন্ডল ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আন্তন মন্ডল বলেন, ‘জমিতে চাষ করার সময় মাটি খুঁড়ে এগুলো পেয়েছি। টেংরামারি গ্রামের এক ব্যক্তিকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। পথের মধ্যে পুলিশ আমাদের আটক করে।’

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম বলেন, ‘মুজিবনগর নাজিরাকোনা গ্রাম থেকে সদর উপজেলার টেংরামারি গ্রামে মাদক পাচার হচ্ছে মর্মে খবর পাই। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভবানিপুর গ্রামের ব্রিজ এলাকায় দুজনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিতল সদৃশ বিভিন্ন মূর্তি, হাড়ি ও বাক্স উদ্ধার করা হয়। পরে দুজনকে জিজ্ঞাসাবাদ জন্য কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কোনো বেআইনি উদ্দেশ্য না পাওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা এ সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’