ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন চলছে

Looks like you've blocked notifications!
দুটি প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা। ছবি : এনটিভি

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদি কার্যকরী পরিষদ ২০২৪ এর নির্বাচন চলছে। নির্বাচনে এক হাজার সাত জন ভোটার নিজ নিজ প্যানেলের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে সরকারপন্থি সম্মিলিত আইনজীবী সমন্নয় পরিষদ এবং বিরোধীদলের সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেলে নিয়ে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।

ঐক্য পরিষদ প্যানেলে জেলা বারের  দুবারের  সাবেক সভাপতি মো নুরুল হক সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল এবং সমন্নয় পরিষদের সভাপতি পদে জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দিতা করছেন। 

দুজন সহসভাপতি, তিনজন সহসাধারণ সম্পাদক, একজন অডিটর ও সাতজন সদস্যসহ কার্যকরী পরিষদের পদ সংখা ১৫ টি। ভোটগ্রহণ ও গণনা শেষে আগামীকাল সোমবার সকালের দিকে ফলাফল ঘোষণার কথা রয়েছে।