আখাউড়ায় দুই কিশোরীর আত্মহত্যা
পরিবারের সঙ্গে অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস লাগিয়ে দুই কিশোরী আত্মহত্যা করেছে। আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে দিকে পৌরসভার বড় বাজার ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীরা হলো আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকার সাগর মিয়ার মেয়ে সুফিয়া বেগম (১৬), অপরজন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার ইউনুস মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৭)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, নিহত দুই কিশোরী কী কারণে আত্মহত্যা করেছে, তা জানতে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।