নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নড়াইলের চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। ছবি : এনটিভি

নড়াইলে মাদক মামলায় ছত্তার কবিরাজ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ছত্তার কবিরাজ যশোর জেলার কোতয়ালি থানার শংকরপুর গ্রামের মৃত মোসলেম কবিরাজের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সন্দীপ কুমার বোস বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের  ৮ জুন নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের একটি টহল দল ছত্তার কবিরাজ ও শিশু সুজন শিকদারকে তল্লাশি করে। পরে তিনটি বস্তায় থাকা নারিকেলের মধ্যে ৪০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোকিবুজ্জামান সুজনকে শিশু আইনে ও ছত্তার কবিরাজকে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি পুলিশ প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পাঁচজনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক কারবারি ছত্তার কবিরাজকে সাজা দিয়ে রায় ঘোষণা করেন।