মন্ত্রিসভায় খসড়া অনুমোদন, স্থায়ী হচ্ছে দ্রুত বিচার আইন

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৩ সালে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

স্থায়ী হচ্ছে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন। ২০০২ সালে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে করা আইনটি স্থায়ী করার প্রস্তাব আজ সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান।

সচিব বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন ২০২৪ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনটি স্থায়ীভাবে করা হয়েছে। আগে দুই বছর পর পর করা হতো। এই আইনের ফলে এখন আর সেটা হবে না।

মো. মাহবুব হোসেন বলেন, এই আইনের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হলে এই আইনের প্রয়োজন রয়েছে। তাই আইনটি স্থায়ীভাবে অনুমোদন হয়েছে।