দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
দ্বাদশ জাতীয় সংসদের ও ২০২৪ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার (৩০ জানুয়ারি)। এদিন বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ শেষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সে অনুযায়ী নবনির্বাচিতদের দায়িত্বও বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণের পর গঠন করা হয় মন্ত্রিসভাও।
এদিন অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের মনোনীত ড. শিরীন শারমিন চৌধুরী ও শামসুল হক টুকুই এবারও বসবেন তাদের আগের আসনে। রেওয়াজ অনুযায়ী— সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদে রয়েছে অনন্য এক নজির। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২৯৯টিতে। এর মধ্যে নির্বাচিত ৬২ জনই স্বতন্ত্র। এর আগে কোনো নির্বাচনেই এত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়নি। যদিও এবার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। তবে দলটি থেকে নির্বাচিত প্রার্থীর তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ছয়গুণ বেশি, যা এবারই প্রথম।