রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন

Looks like you've blocked notifications!

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিউ যাত্রী সেবা নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে দুটার দিকে বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

আজ বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এমটিভি অনলাইনকে এ তথ্য জানান।

রাফি আল ফারুক বলেন, সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। পরে সোয়া দুইটার দিকে আগুন নির্বাপণ করা হয়। বাসে গ্যাস লাইনের গোলযোগের কারণে এ আগুন লেগেছে।

যাত্রীদের বরাতে রাফি আরও বলেন, নিউ যাত্রী সেবা নামে বাসটি ফেনী থেকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় এলে ভেতরে থাকা গ্যাস লাইনের ত্রুটির কারণে আগুন ধরে যায়। বাসের ভেতরে সিট ও ইঞ্জিনের অংশ পুড়ে গেলেও হতাহতের খবর নেই।