নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত তিন শ্রমিকের মরদেহ। ছবি : এনটিভি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবন নির্মাণে সয়েল টেস্ট করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বহুতল ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট করার সময় একটি লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টের তারের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এ সময় রিয়াজ (২৬) সাকিল (২৫) ও কামরুল (৩০) বিদ্যুতায়িত হন। পরে তাদের উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে বেগমগঞ্জ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুজনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বলেন, অবহেলাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃত ব্যক্তিদের স্বজনদের কেউ মামলা করলে আইনি সহায়তা দেওয়া হবে।