চিকিৎসক-নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Looks like you've blocked notifications!
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়ে মারা যাওয়া রোগী দুলাল। ছবি : এনটিভি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, আজ সকাল ৭টায় দুলাল (৪৯) বুকে ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর বারবার চিকিৎসককে ডাকার পরও আসেননি। পরে তিনি মারা যান। 

নিহত দুলালের বাবার নাম মৃত মোস্তাব আলী। তাঁর বাড়ি ফুলবাড়ী উপজেলার আদর্শপাড়ায়। 

দুলালের পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই তাঁর মৃত্যু ঘটেছে। তারা জানায়, বারবার চিকিৎসক ও নার্সদের ডাকার পরও তাঁরা আসেননি। সে সময় কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডা. আলমগীর এবং নার্স ছিলেন সাবিনা ইয়াসমিন, মিনারা খাতুন ও সুরাইয়া।

এই ঘটনার পর গ্রামবাসী হাসপাতালটি ঘেরাও করে। এরপর ফুলবাড়ী পৌরসভার মেয়র হাসপাতালে এসে স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিস্থিতি শান্ত করেন। 

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. বোরহান-উল ইসলাম বলেন, ‘এই ঘটনায় যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’