বরিশাল নগরীর অভিজাত শপিংমলে অগ্নিকাণ্ড

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের নিচতলার গাড়ির গ্যারেজে আজ বৃহস্পতিবার রাতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি : এনটিভি

বরিশাল নগরীর সদর রোডের অভিজাত শপিংমল ফাতেমা সেন্টারের নিচতলার গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হঠাৎ করে আগুন লাগলে আশপাশের ব্যবসায়ীসহ পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই সেখানে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টার কিছুটা পর ১০তলা ভবনের নিচতলায় গ্যারেজে পার্কিং করে রাখা একটি প্রাইভেটকারে আকস্মিক আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই গ্যারেজসহ আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন জানান, ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্যারেজে পার্কিংয়ে থাকা সিটি ব্যাংকের প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে বলা যাবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, ফায়ার সার্ভিসের পাশপাশি পুলিশও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এতে অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। অন্য কোনো গাড়ির ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে বলতে পারব।