মসিক নিয়ে বিদ্রুপাত্মক পোস্টার, তিন যুবক কারগারে

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়ে বিদ্রুপাত্মক অপপ্রচারমূলক পোস্টার সাঁটাতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এই তিন যুবক। ছবি : এনটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) বিগত সময়ের নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাঁটানো পোস্টার ঢেকে বিদ্রুপাত্মক  অপপ্রচারমূলক পোস্টার সাঁটাতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন তিন যুবক। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর  ভাটিকাশর এলাকায় নেতিবাচক পোস্টার সাঁটানোর সময় স্থানীরা এই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অপপ্রচারমূলক এসব পোস্টারে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে সিটি করপোরেশনের নামে অপপ্রচার চালানো হচ্ছিল।

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন মো. শরিফ, মো. ইমন মিয়া ও মো. রায়হান। জিজ্ঞাসাবাদে তাঁরা নগরীতে পোস্টার-প্যানা সাঁটানোর কাজ করেন বলে জানান।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নগরীতে বিগত সময়ে সিটির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পোস্টার সাঁটিয়েছে সিটি করপোরেশন।

কিন্তু সিটি করপোরেশনের সাঁটানো পোস্টার ঢেকে তার উপর বিদ্রুপাত্মক ও অপপ্রচারমূলক পোস্টার সাঁটাতে শুরু করে এই দুর্বৃত্তরা।

কারা এমনটি করছে তা শনাক্তে সিটি মেয়রের কর্মীরা মাঠে নামে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত তাঁরা বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। ভোররাত ৪টার দিকে নগরীর ভাটিকাশর আলিয়া মাদ্রাসা রোড এলাকায় সিটি করপোরেশনের উন্নয়নমূলক পোস্টারের উপর সাঁটানো হচ্ছিল এসব বিদ্রুপাত্মক পোস্টার।

এ সময় এই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, পোস্টার সাঁটানোর সময় আটক হওয়া তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।